একটি_বাসকাহিনী 🚌
#পর্ব_২(শেষ পর্ব) ✨

লেখিকা:--Israt_Jahan_Tithy ✍️

রাগের বদলে কেমন যেন নির্বিকার চিত্তে বসে আছে ছেলেটা 😶। মিতু কি বলবে কিছুই বুঝতে পারছিলোনা 😕। মিতু নিজেও হতবাক হয়ে বসে আছে 😳।

দুজনের মাঝেই নীরবতা 🤐। ছেলেটা অকারণেই তাকিয়ে আছে ড্রাইভারের দিকে 🚍। মিতুও জানালার দিকে মুখ করে বসে আছে 🌇। তার এখন ছেলেটাকে সরি বলা উচিত 😔। কিন্তু কোনটার জন্যে সরি বলবে, মিতু এটাই বুঝতে পারছেনা 🤷‍♀️। মেসেজে এমন একটা কথা বলে ব্লক দেওয়ার জন্য নাকি বাসে এভাবে উল্টা পাল্টা কথা বলে চেঁচামেচির জন্য? 😅

ভাবতে ভাবতেই মিতুর মনে হলো, তার প্রোফাইলে নিজের কোনো ছবি দেওয়া নেই 🖼️। তাহলে মিতু এত ভয় পাচ্ছে কেন? 😨 মিতু তখন ঝটপট করে মেসেন্জারে ঢুকলো 📱। ছেলেটা যেন না দেখে, সেভাবেই তার ব্লকটি খুললো 🔓। প্রোফাইলটা বেশ ভালোভাবেই সাজানো 👍। নাম মাহবুবুর রহমান 🧑‍🦱। মাহবুব নামের ছেলেরা এত ভদ্র হয় মিতুর জানা ছিলোনা 🤔।

মিতুর জীবনে সে আরো দুজন মাহবুবকে চিনে 🏫।

প্রথমজন হলো তার স্কুল জীবনের ক্লাসমেট 👨‍🎓। মিতুর বিশ্বাস, অলসতার জন্য কোনো এওয়ার্ড দেওয়া হলে সেটা তার ক্লাসমেট মাহবুবই পাবে 🏆।

দ্বিতীয় মাহবুবুর রহমান হল তার স্কুলের গণিত শিক্ষক ছিলেন 👨‍🏫। তিনিও এওয়ার্ড পাবেন পৃথিবীর সবচেয়ে ত্যাড়া মানুষ হিসেবে 🏅।

তাই মিতুর ধারণা ছিলো মাহবুব নামের ছেলে ভালো হতেই পারেনা 😒। অথচ পাশে বসা ছেলেটার সবকিছু মিতুকে শুধু মুগ্ধ করেই যাচ্ছে 😍!

প্রথমে যখন মাহবুব বাসে উঠেছিলো তখন মিতুর মুগ্ধতা এসেছিলো ছেলেটার গেট আপ দেখে 👔। কি পারফেক্ট দেখাচ্ছিলো ফরমাল লুকে! 🖤

কিন্তু এখন মাহবুবকে আর পারফেক্ট লাগছেনা 😅। সে হা করে বাসের সিটে ঘুমাচ্ছে 😴। হাবাগোবার মত দেখাচ্ছে 🫣। গরমে মুখে ঘাম জমেছে 😓। তাই মিতু জানালা খুলে দিতেই বাতাসে মাহবুবের চুল উষ্কখুশ্ক হয়ে গেলো 💨। পাখির বাসার মত লাগছে চুল গুলো 🐦। মিতুর জায়গায় অন্য মেয়ে থাকলে প্রথম দেখার সেই মুগ্ধতা এখন কেটে যেত 😮। কিন্তু মিতুর ক্ষেত্রে উল্টোটা ঘটছে 😌। মুগ্ধতা কেবল বেড়েই চলছে ✨। এই হা করে থাকা ঘুমন্ত ছেলেটার জন্যই তার প্রচন্ড মায়া হচ্ছে 🥰। সে কিছুক্ষণ ভেবে আবিষ্কার করলো, এ মুগ্ধতা যে বেড়েই চলছে, তার জন্যে মাহবুবের অসাধারণ ব্যবহার আর ভদ্রতাই দায়ী 👏।

মিতু আরো মুগ্ধ হয়েছে এটা ভেবে, যে এতকিছু হয়ে গেলো ছেলেটা কিভাবে এত শান্তিতে ঘুমিয়ে পড়লো 😴। মিতুর তো হাসির পোস্টে কেউ হাহা না দিয়ে লাইক দিলেই সারারাত রাগে দুঃখে ঘুম আসেনা 😬। আর মাহবুবকে দেখে মনে হচ্ছে এর চেয়ে আরামের ঘুম আর জীবনে সে ঘুমায় নি 🛌।

ছেলেটা ধবধবে ফর্সা না, আবার কালোও না 🤎⚪। শ্যামলা 🫒।

শ্যামলা ছেলের চেহারায় এত মায়া থাকতে পারে মিতুর আগে জানা ছিলোনা 🥺।

  • সরি (মাহবুব জেগে উঠতেই মিতু বলে উঠলো নরম গলায়) 😳

  • জ্বি! আমাকে বলছেন? 🙃

  • হ্যাঁ। আপনাকেই তো বলবো এখানে পাশে আর কে আছে আমার? 🤗

  • কিন্তু আপু আপনি সরি বলছেন কেন আমাকে? বুঝলাম না ঠিক 😶।

  • ন্যাকা সাজার দরকার নেই 😅। আর আমাকে আপু ডাকলেন 🙄।

কেন? এসব ভালো লাগেনা আগেই বলে রাখছি 😤।

  • ইয়ে....মানে.. 😳

  • আপনি আমার মুখ দিয়ে আমার দোষটা বের করতে চাইছেন? ঠিক আছে আমিই স্বীকার করছি 😌, আপনি ঘুমানোর আগে আপনার সাথে ঐভাবে রেগে কথা বললাম যে! 😓

  • ওহ আচ্ছা! আমার কানে ইয়ারফোনে মিউজিক চলছিলো ফুল ভলিউমে 🎧, আপনাকে একবার দেখলাম আমার দিকে তাকিয়ে রাগী চেহারা নিয়ে কিছু বলছিলেন 😳, সত্যি বলতে রাগলে খুবই ভয়ংকর লাগে আপনাকে 😱। আপনার সেই চেহারা দেখেই আমি ব্যাগ হাতে নিয়ে নেই ভয়ে 😨। কিন্তু তারপরই দেখি আপনি আমার ফোনের দিকে তাকিয়ে হা করে আছেন 😅। আপনাকে তখন কয়েকবার বলেছি আমি "আপু কিছু বলেছেন?" 🤔

আপনি তো এক ধ্যানে আমার ফোনের দিকেই তাকিয়ে হা করে ছিলেন 😳।

একি শুনলো মিতু? প্রথম খুব রাগ হচ্ছিলো শুনার সময় 😠 কিন্তু এখন মিতুর খুশিতে বাসের ভেতর নাচতে ইচ্ছে করতেছে 💃🎉। তার মানে মাহবুব কিছুই শুনেনি 🙏। এদিকে প্রোফাইলটা যে মিতুর সেটাও জানে না এখনো 👀। তাহলে তো মিতুর আর ভয়ই নেই 😌। আহা কি আনন্দ আকাশে বাতাসে 🌤️💨। মিতু খুশি চেপে নিয়ে মাহবুব কে বললো 😄-

  • আচ্ছা যাই হোক বাদ দেন সবকিছু 🤝। আর আপনি আমাকে ভুলেও আপু ডাকবেন না 🙅‍♀️। কেমন যেন বোন বোন লাগে 😳। চি!!!! 🤭

মাহবুব ভ্যাবাচ্যাকা খেয়ে বসে আছে মিতুর কথা শুনে 😅।

  • এই যে মাহবুব সাহেব! কথা বলছেন না কেন? 🤨 এভাবে হাবাগোবার মত বসে আছেন কেন? 😳

  • জ্বি!..ইয়ে.....আমি হাবাগোবা? 😅

মাহবুবের মুখটা শুকিয়ে গেছে হাবাগোবা শুনে 😆। সেই শুকনো মুখটা দেখে মিতুর হাসি পাচ্ছে খুব 😏।

মিতু আর কিছু বলেনি। জানালার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে সে 😌। এই হাসিতে রহস্য আছে 🤫। মিতু কি মাহবুবকে হাবাগোবা বলার আনন্দে হাসছে নাকি অন্য কিছু? 🧐 মানুষ কারো প্রেমে পড়লেও এভাবে একা একা মিটমিট করে হাসে 😍। মিতু নিজেও জানেনা এখনো, সে কি আসলেই ছেলেটার প্রেমে পড়েছে কিনা 😳।

বিকেলে বাস ছেড়েছে 🚌। নরসিংদী থেকে ঢাকা যাবে 🏙️। জ্যামের কারণে আগাচ্ছে না আর 😓। সন্ধ্যা হয়ে গেছে 🌆। তাতে কি! হোক আজ দেরী ⏰! থাকুক আজ জ্যাম 🚦! বাস যার্নি মিতুর কখনোই পছন্দ ছিলোনা 😅। তবে আজ ভালোই লাগছে 😊। কিন্তুু এই ভালো লাগার কারণ কি? মাহবুব? 🥰

কিছুক্ষণ পর মাহবুব মোবাইলটা বের করে মেসেন্জারে ঢুকে সেই মিতুর ইনবক্সে ঢুকলো 📱। হঠাৎ সে চমকে উঠলো 😳। মিতুকে মেসেজ দিলো ✉️

"আপনি আমাকে আনব্লক করেছেন! সত্যিই? কিন্তু ব্লক করার মত কি করেছিলাম বলবেন একটু!" 🤔

এই মেসেজের টুং শব্দে মিতুর আনমনা ভাব ভাঙলো 😄। মেসেজ দেখেই মিতুর এত হাসি পাচ্ছিলো 😂। এদিকে মাহবুবও ইতস্তত বোধ করছিলো মিতুর হাসি দেখে 😅।

  • আপনি এভাবে হাসছেন কেন? (মাহবুব) 🤨

  • আরে মাহবুব সাহেব, আমার ইচ্ছে হলো হাসতে তাই হাসলাম 😄। কেন হাসির প্রেমে পড়ে গেলেন নাকি? 😳

  • ছি ছি আপু! কি বলেন এসব! প্রেম আর আমি? না না 🙅‍♂️।

  • মানে কি? আমাকে আপু বললেন কেন? নিষেধ করেছিলাম তো 😠। (রাগী স্বরে)

  • জি তাহলে কি বলবো? 🤷‍♂️

  • মিতু শুধুই মিতু 😌।

  • ওমা আপনার নাম মিতু? জানেন আমি এই মাত্র মিতু নামের একজনকে ফেইসবুকে মেসেজ পাঠালাম 😲।

মিতু কোনোমতে হাসি আটকে বললো 😅,

  • ওহ! তাই নাকি? তো কে সেই মিতু? প্রেমিকা? 💕

  • আরে নাহ্! কি যে বলেন! আমার আবার প্রেম? 😳 আপনিও তখন হাবাগোবা বলেছেন 😅। আর এই ফেইসবুকের মিতু হচ্ছে আমার ভালো লাগার একজন মানুষ 🥰।

মিতু একটু ঘাবড়ে গেল এবার 😳।

  • মানে? ভালো লাগার মানুষ? 🥺

আপনি তাকে দেখেছেন কোথায়? 👀

  • আরে ভালো লাগা কি শুধু দেখেই আসে নাকি? দেখিনি 👀। তার প্রোফাইলে কোনো ছবি পাই নি তার ❌। সে খুব সুন্দর লিখে ✍️, তার লিখার প্রেমে পড়েছি 🥰। কিন্তু আজ...

মাহবুব কথা শেষ করার আগেই মিতু তাকে থামিয়ে দিলো ✋। মিতুর চোখে পানি টলমল করছে 😢। এই বুঝি মেয়েটা কেঁদে দিবে 😔। মাহবুবের মায়া হলো খুব 🥺।

  • একি! আপনার কি হয়েছে? 😮

  • মাহবুব সাহেব, আপনাকে যদি ফেইসবুকের সেই মিতু কখনো বলে, তার হাতটা ধরে সারাটা জীবন কাটাতে? কি করবেন তখন? 😳

মাহবুব লজ্জা পেয়ে গেলো 😳। মুচকি হেসে বললো 😏

  • কি যে বলেন আপনি! আমার সেই ভাগ্য আছে? আর যদিও হয়, তাহলে সেই মিতুর হাত একদম সুপার গ্লু দিয়ে আমার হাতের সাথে জোড়া লাগিয়ে দিবো 🖐️🖐️, যেন ছুটতে না পারে 😅।

মিতু আবার লজ্জায় লাল হয়ে গেছে 😳। মাহবুব অবাক হয়ে মিতুর লাজুক মুখের দিকে তাকিয়ে আছে 🤔। জড়তা কাটিয়ে মিতু আবার বলে উঠলো 😌

  • আপনি শুধু সে মিতুর ফেইসবুকের লিখা পড়েছেন ✍️। বাস্তবে মানুষটা যদি ভিন্ন হয়? যদি সে দেখতে বিস্রী হয়? 😅

  • আচ্ছা আমি আপনাকে মিতুই বলেই ডাকছি 😊।

শুনেন মিতু, ফেইসবুকে দেখেছি তার বয়স উনিশ 🎂। যখন ঊনচল্লিশ হবে 🎉, তখন বাহ্যিক সৌন্দর্য এমনিতেও থাকবেনা 😅। আর আমি তো মিতুর প্রেমেই পড়েছি তার লিখা পড়ে 🥰। তার বয়স পঞ্চাশ হলেও লিখার স্বভাব চলে যাবেনা ✍️। এটা তার একটা প্রতিভা 🌟। আর মানুষের লিখা নিয়মিত পড়লে তার ব্যক্তিত্ব সম্পর্কেও ধারণা পাওয়া যায় 👀। আমিও মোটামুটি একটা ধারণা পেয়েছি 🤓। ধারণা নিয়ে ভেবেচিন্তেই আজ তাকে আমি মেসেজ দিতাম ✉️, তবু ভয় পাচ্ছিলাম 😬, না জানি আমাকে অভদ্র ভাবে 😅। অথচ আমি কিছু বলার আগেই আমাকে ব্লক করে দিলো ❌!

এটা বলেই মাহবুব মুখটা গোমরা করে বসে আছে 😐। মিতু বুঝতে পেরেছে, মাহবুবের মন খারাপ 😔। আর মন খারাপের জন্যও মিতু নিজেই দায়ী 😅। তাই মিতু ভাবলো, ছেলেটার মন ভালো করার দায়িত্বটাও এখন নিতে হবে 😊।

  • এই যে মাহবুব সাহেব, মন খারাপ করে আছেন দেখছি! 🤔

  • বাদ দেন এসব কথা 🙄। আমরা প্রায় এসে পড়েছি 🏠। ভালো থাকবেন 😊।

  • জ্বি, আপনিও ভালো থাকবেন 🤗

তারপর আর কথা হয়নি তাদের 😌। বাস গন্তব্যে পৌঁছানোর পর দুজন ছোট্ট করে টাটা বলে বিদায় নিলো 👋। মিতু মিটমিট করে শুধু হাসে 😄। কেমন যেন লাজুক একটা হাসি 😳!

বাসায় গিয়ে রাতে ঘুমানোর সময় মাহবুব মেসেন্জারে ঢুকলো 📱। টিং করে একটা মেসেজ আসলো তার সেই ভালো লাগার মিতুর ইনবক্স থেকে ✉️। মাহবুব তো মহা খুশি 😍।

মেসেজটা সে ওপেন করলো 👀।

  • এই যে মাহবুব সাহেব। ঘুমিয়ে গেছেন? জানি এখন একটু রাগ করতে পারেন 😅, আবার খুশিও হতে পারেন 😄 বাকি কথা গুলো পড়ে। মনোযোগ দিয়ে পড়ুন 👓।

মনোযোগ দেন নি আপনি 😏। মনোযোগ দিলে প্রথমেই বুঝতেন 🤓। প্রথম লাইনটা আবার পড়ুন 👀। কি লিখেছি আমি? 'মাহবুব সাহেব' 😳।

এই ভাবে কে ডেকেছে আজকে আপনাকে? মিতু? বাসের মিতু? বাসের মিতুই বা কিভাবে আপনার নামটা জানলো? 🤔 তাহলে কি ফেইসবুক আর বাসের মিতু একই? 😲 বুঝলেন কিছু? নাকি হাবাগোবার মত হা করে বসে আছেন! 😅

আপনি কি বোকা? 🤪 আর ব্লক দেওয়ার জন্যেও আপনি দায়ী 😅। সে গল্প না হয় আমাদের প্রথম এনিভার্সারি তে বলবো 🎉💑।

এখন আগে সুপার গ্লু কিনে নিয়ে আসেন 🖐️😆। হিহিহি! শুভ রাত্রি 🌙💤।

মাহবুব ছাদে বসে প্রচুর হাসছে 😄🏡। মিতুও হাসছে 😄। আজ তাদের প্রথম এনিভার্সারী 🎉💖। সেদিনের ব্লক দেওয়ার কাহিনী মিতুর কাছ থেকে আজ সে শুনলো 🥰। দুজনের হাসির শব্দ ছাদে ঝর্ণার মত শুনাচ্ছিলো 🌊😂। এই ঝর্ণা থামবেনা ❌। আমৃত্যু বইতেই থাকবে 📖✨।

বাসকাহিনীর সমাপ্তি ✅

কেমন হয়েছে জানাবেন 😄💬