💞প্রথম ভালোবাসা অনুভূতি 💞

লেখিকাঃ 🌿হ্যাপী🌿

পার্টঃ০৩

যেই আমি পড়ে যাচ্ছিলাম তখনি রামিম আমার কোমর জরিয়ে ধরে আছে, আমি তো ভয়ে চোখ বন্ধ করে রাখছি

কোথাও লাগেনি তো হ্যাপী,,

আমি আস্তে আস্তে চোখ খোলে দেখি আমি রামিমের হাতের উপর, যাক বাবা এবারে বাঁচা গেলো

,,পেছন থেকে অয়ন নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না

রামিম এটা ক্লাসরুম,, সিনেমাহল না,,

সরি স্যার

ওকে,হ্যাপী যে নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারে না সে কী ভাবে ডাক্তার হবে বলতে পারো,,,তারচেয়ে ভালো তুমি কোনো সিনেমায় অভিনয় করো,,স্যারের কথায় পুরো ক্লাসের স্টুডেন্টরা হাসাহাসি করছে,

সাইলেন্স এখানে আমি কোনো মজা করছি না,,কারো ক্লাস করতে ভালো না লাগলে আসার দরকার নাই বাট ক্লাসে এসে কোনো নাটক আমি এলাও করবো না,,তুৃমি জায়গায় গিয়ে বসো,,

আমার লাইফে কেউ আমাকে এতো অপমান করে নাই,,,খুব কান্না পাচ্ছে,আমি কী ইচ্ছে করে পরছি নাকী,,

ক্লাস শেষ করে ক্যানটিনে আমি আর ইমু বসে আছি

কী হলো তোর চুপ করে বসে আছিস,, ক্লাসের ঘটনাটা ভূলে যা

কীভাবে ভূলবো বল,,আমাকে কেউ কোনোদিন এইভাবে বলে নি

সরি হ্যাপী আমি জানতাম না স্যার এভাবে কথা গুলো বলবে তাহলে আমি তোমাকে ধরতে যেতাম না,,,

আরে তুমি সরি বলছো কেনো ঐ ছাগলের তিন নাম্বার বাচ্চাটা তোকে তো আমি দেখেই নিবো

অয়নের খুব খারাপ লাগছে ঐভাবে কথা গুলো না শুনালে ও পারতো,,তাই সরি বলতে আসছিলো,,এসেই হ্যাপীর কথা গুলো শুনে আবার মাথা গরম হয়ে গেলো,,, কে ছাগলের তিন নাম্বার বাচ্চা হ্যাপী

কে আর ঐ অয়ন অরূপে রাক্ষস বলেই পেছনে ঘুরে চুপ,,ভয়ে ভয়ে আসলে স্যার আমি তো আমার মামাতো ভাইয়ের কথা বলছি,,কীরে ইমু কিছু বল

জি জি স্যার ও র খালাতো ভাই অয়ন,, অনেক খারাপ(বেচারি ভয়ে ভূলটাই বলে দিয়েছে)

চুপ কর (ইমুর দিকে তাকিয়ে)

ও তুমি বলছো মামাতো ভাই ইমু বলছে খালাতো ভাই,,,কোনটা বিস্বাস করবো,,

আসলে স্যার

চুপ একদম চুপ,রামিম যাও তুমি,,আর হ্যাপী তুমি আমার কেবিনে আসো,, বলেই চলে এলাম

কার মুখ দেখে যে আজ উঠলাম,আর তুই এই কথাটাই বলতে পারলি না,,আল্লাহ জানে কপালে আজ কী আছে

এখন যা গিয়ে দেখ কী বলে না হলে কপালে আরো বেশি দুঃখ আছে,, আমি এখানেই ওয়েট করছি

প্লিজ তুই চল না আমার সাথে আমার খুব ভয় করছে

তুই শুনলিনা কী বললো তোকে একা যেতে বলেছে

মনে থাকবে আমার,,আমার ও সময় আসবে বলেই চলে এলাম স্যার এর কেবিনে,,মে আই কাম ইন স্যার

হুম আসো,আর ভিতর থেকে দরজাটা লক করে দাও

কি স্যার দরজা দরজা লক করবো কেনো,,,😟😟

😡😡যা বলছি তা করো

জি স্যার করছি,দরজা লক করে স্যারের কাছে এসেই,,সরি স্যার আর ভূল হবে না

সরি বললেই সব সমাধান হয়,(বাকাবাঁকা হাসি দিয়ে)বলেই সামনে এসে হ্যাপীর কোমর জরিয়ে ধরলাম,

স্যার কী করছেন(চোখ বন্ধ করে)

কেনো ভালো লাগছে না বুঝি যখন রামিম ধরেছিলো তখম খুব ভালো লেগেছিল,,বলেই কপালে আলতো করে ঠোঁট ছোয়ালাম,,

আমি কিছু বলতে পারছি পুরো সরীর ঠান্ডা হয়ে গেছে চোখ দুটো দিয়ে শুধু পানি পরছে

চোখের পানি মুছে দু গালে ঠোঁট ছোয়ালো তারপর বলল,,আর কোনদিন যাতে কেউ টাচ না করে,,তাহলে এর থেকে খারাপ অবস্থা হবে,,বলেই রুম থেকে বের হয়ে গেলো,,

আমি এই জায়গায় বসে শুধু চোখের পানি ফালাছি,,কিছু ভাবতে পারছি না কী হচ্ছে আমার সাথে?কেনো হচ্ছে, 

কিছুক্ষনপর কেবিন থেকে বের হয়ে আসলাম

কী বলছে স্যার তোকে 

কিছু বলে নাই চল,,বাসায় যাবো ভালো লাগছে না,,,

বাসায় এসে কারো সাথে কথা না বলে নামায পরে সুয়ে আছি,,

কেনো যে আজ এমন করলাম নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারলাম,,কী ভাবছে কী জানি,,একটা কল করে দেখি কী করে

হ্যালো

কি করো,

কেনো আপনি ও কী আমাকে ভোগ করবেন,,করলে আসতে পারেন,, আমি তো কাউকে কিছু বলি না,,আমি তো রোবট,,বলেই কান্না শুরু করে দিলাম

তুমি আমাকে এমন ভাবো,,আচ্ছা ঠিক,, তুমি যতদিন পযন্ত নিজের থেকে কল দিতে বলবে না ততোদিন আমি আর কল দিব না,,বলেই ফোন টা কেটে দিলাম,

অন্যদিকে

এইরে কল আসছে আজ কল না রিসিভ করলে কাল খবর আছে,, আসসালামু আলাইকুম 

ওয়ালাইকুম আসসালাম,কেমন আছো,ইমু

সকালেই তো দেখলেন ভালো আছি

ও আমাকে জিজ্ঞেস করবে না কেমন আছি

সকালেই তো দেখলাম ভালো আছেন

এই মেয়ে তুমি এমন করে কথা বলো কেনো,,তুমি বুঝ না তেমাকে ভালোবাসি,,নাকি ভালোবাসা কাকে বলে জানো না,,তুমি কী বুঝতে পারো তুমি আমার প্রথম ভালোবাসা,, 💞প্রথম ভালোবাসার অনুভূতি 💞তুমি বুঝতে পারো না,ওকে তোমাকে বুঝতে হবে না,,,বলেই ফোনটা কেটে দিলো,,

খুব কষ্ট হচ্ছে  কেনো ওর কথা শুনে,,আসলেই কী আমি শাহীন কে ভালোবাসি,,,সারা রাত চারটা মানুষের ঘুম হীন কাটলো,,,,

চলবে,,,,