💞প্রথম ভালোবাসার অনুভূতি💞

       🌿হ্যাপি🌿

পার্টঃ০১


ঘুম থেকে উঠে নামায পড়লাম,,নামায পড়লে মন আর শরীর দুটোই ভালো থাকে,,তার পর বাগানে কিছুক্ষন হাটার পর রুমে এসে পড়তে বসলাম,আজ কলেজের প্রথম দিন,তাড়াতাড়ি যেতে হবে,

মাঃ(সালেহা বেগম)কিরে আর কতো পড়বি যা রেডি হয়ে আস আমি নাস্তা দিচ্ছি টেবিলে,তোর জন্য বাবা আর ভাই অপেক্ষা করছে। 


আমিঃআসছি মা ১০ মিনিট

মাঃআচ্ছা

বাবাঃমা তোমার পড়াশোনা কেমন চলছে

আমিঃভালো

ভাইয়াঃঐ আর কী হাতুরে ডাক্তার হতে যতটুকু পড়তে হয় আর কী?🤣🤣

আমিঃ😓😓দেখো ভাইয়া মোটেই না,,আমি খুব বড় ডাক্তার হবো,, আর গরীবদেরকে বিনামূল্যে চিকিৎসা করবো,,

বাবাঃজানি আমি আমার মেয়ে একদিন সত্যি অনেক বড় ডাক্তার হবে

মাঃতোমাদের লেট হচ্ছে না,,,খাবারের সময় যতসব রাজ্যের কথা🙄🙄

সবাইঃ হুম,যাবো তো,

ভাইয়াঃ খাবার শেষ করে আস আমি বাইরে অপেক্ষা করছি

আমিঃওকে ভাইয়া

,,,,,,, ৷


আমিঃভাইয়া তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে, আজ ইমু আামার অবস্থা খারাপ করে দিবে

ভাইয়াঃযথা হুকুম 

(কলেজে যেতে যেতে আমার পরিচয়টা দেয়া যাক

আমার নাম হ্যাপী,নামটা খুব ছোট কিন্তু স্বপ্ন অনেক বড়,, আমরা এক ভাই এক বোন,ভাইয়ার নাম শাহীন  পড়াশোনা শেষ করে,, বাবার অফিসে বসেছে,বাবা ব্যবসা করে আর মা গৃহীনি 

কলেজে চলে এসেছি, বাকিটা পরে জানতে পারবেন)

ভাইয়াঃএই যে এসে গেছি আপনার স্বপ্নের কলেজে

আমিঃথ্যাংক্স ভাইয়া

ভাইয়াঃভালো মেয়ের মতো থাকবি

আমিঃআমি কী দুষ্টুমি করতে পারি😇😇।বাই

ভাইয়াঃতুই আর তোর বান্দর বান্ধবী যেখানে থাকবি সেখানে দুষ্টুমি হবে না বলছিস,, 

আমিঃভাইয়া আমি কিন্তু ইমুকে বলে দিবো

ভাইয়াঃথাক বোন আর বলিস না,😒😒বাই,,

ইমুঃএখন তোর আসার সময় হলো ৩০ মিনিট দাড়িয়ে থেকে আমার পা বেথা করছে🤨🤨

আমিঃসরি ইমু সোনা🤗🤗চল যাই

ইমুঃ চল,,,😏😏 আচ্ছা ঐ ছেলে টা আর তোর কাছে কল দেয় না😉😉

আমিঃআর বলিস না,,যতবার সিম চেঞ্জ করি,ততোবার নাম্বার কোথায় পায় জানি না,,চার বছর ধরে ডিস্টার্ব করেই যাচ্ছে, 

ইমুঃতোকে মনে হয় সত্যি খুব ভালোবাসে

আমিঃফালতু কথা না বলে চল,,এখন লেট হচ্ছে না🤨🤨

ইমুঃচল।😔😔কিন্তু এতদিন একটা ছেলে আমার পেছনে ঘুরলে কবেই রাজি হইয়া যাইতাম☺☺

আমিঃ কেনো রে আমার ভাইতো সেই কবে থেকে লাইন মারছে রাজি হইয়া যা😉😉

ইমুঃমাথা গরম না করে চল তাড়াতাড়ি😏😏

চলবে,,,,,

(আমার প্রথম গল্প জানি না কেমন হবে,,তবে ভূল হলে প্লিজ বলবেন🙏🙏🙏)