💞প্রথম ভালোবাসার অনুভূতি💞

লেখিকাঃ🌿হ্যাপী🌿

পার্টঃ১১

সকালে,,, 

হ্যাপীর আগে ঘুম ভেঙ্গে যায়,,

অয়নের দিকে তাকিয়ে দেখে,, এতো সুন্দর কেনো আপনি,,ভালো না বেসে থাকাই যায় না,,,

এভাবে দেখলে নজর লেগে যাবে,,(অয়ন চোখ খুলে)

হ্যাপী খানিকটা লজ্জা পেলো,,আ..মি আ..মি কেনে আপনাকে দেখতে যাবো,,ছাড়েন আমাকে,,আমি ফ্রেস হতে যাবো,,

যাও,,তোমাকে কে ধরে রেখেছে,,,,,😘😘

আপনি ই তো ধরছেন,,🤨🤨

তাই তাহলে একসাথে গোছল করবো,,

না,,,এ..

হ্যাপী আর কিছু বলতে পারলো না তার আগেই ঠোঁট দুটি দখল করে নিলো অয়ন,,,পরম যত্নে ঠোঁট দুটি চুষতে থাকে,, অনেকক্ষণ পর ছাড়ে ছাড়ার আগে,ঠোঁটে হালকা একটা কামর দেয়,,

আহ্...এতো জোরে কামর দেয় কেউ,,(ঠোঁটে হাত দিয়ে)

কেউ দেয় না,,আমি দেই,,সবাইতো আর তোমার বর না,,😘😘

চলো এবার ওয়াসরুমে,,

আপনি যান,,আমি পরে যাবে,

না একসাথে,,বলে হ্যাপীকে কোলে তুলে নিলো,,

দুজনে গোছল শেষ করে,,,


অয়ন রেডি হয়ে হসপিটালে চলে যায়,,হ্যাপী রুমে বসে ইমুকে কল দেয়,,,


৫ মাস পর,,


দিনগুলো ভালোই কাটলো এর মধ্যে আমি আর ইমু দুজনেই কলেজে ভর্তি হয়ে গেলাম,,,পড়াশোনা আর ভালোবাসা সব মিলিয়ে জীবন চলেছে,,, ফোনে কল আসলো,, হ্যালো,,

ওপাশ থেকে 

হ্যাপী আজ তোমাদের বাসায় যাবো,,রেডি হয়প থেকো,,

ওকে,,,


বিকালে আমরা আমাদের বাসায় গেলাম,,,

মা কেমন আছো,,

ভালো,তুই কেমন আসিছ,,কতোদিন তোকে দেখি না,,,

ভালো আছি মা,,,,ভাইয়া কোথায়,,

তোর ভাইয়া ঘরে,,,,(মন খারাপ করে)

মা ভাইয়ার কিছু হইছে,,,,

জানি না আমাকে কিছু বলছে না,,,

ওকে আমি যাচ্ছি,,,


[[কাল সবার ঈদ ভালো করে কাটলেও আমাদের এই ঈদটা খুব স্বরনীয় এমনিতেই হোম কোয়ারান্টাইন এর মধ্যে আছি,,তারপর কাল আমার চাচাতো ভাই মারা গেছে,,,সবাই তার আত্মার মাগফিরাত কামনা করবেন,,]]]


আমি ভাইয়ার দরজার সামনে এসে থেমে গেলাম,,, কারন ভিতরে ভাইয়া আর অয়ন কথা বলছে,,,

আমি ইমু কে ছাড়া বাঁচতে পারবো না অয়ন,,,

,,আপনি ওর বাবা-মার সাথে কথা বলুন,,,আর আমি তো হ্যাপীর কাছে শুনলাম,,,আপনাদের ব্যাপার সবাই জানে,, সবাই রাজি

হুম রাজি ছিলো,,কিন্তু এখন নেই,,এখন আমার কিছু নেই,,সামান্য বেতনে জব করি,,তাই তাদের এক মাএ মেয়েকে আমার কাছে বিয়ে দিবে না,,,

ইমু কিছু বলে নাই

বলছে,,পালিয়ে আসবে বাট আমি না করে দিছি,,সব সম্পর্ক শেষ করে দিছি,,,

ভাইয়ার কথাগুলো শুনে আর বাহিরে থাকতে পারলাম না,,,


ভাইয়া তুমি এটা কী করলে,, তুমি তো জানো ইমু তোমাকে কতো ভালোবাসে,,আমাদের বিপদের দিনে একটুর জন্য ও তোমার হাত ছাড়ে নি,,আর তুমি ওরে একা ছেড়ে দিলে,, 

কী করবো বল,,আমি যে ওরে আমার কাছে রাখতে পারতাম না,,,


আমি আর হ্যাপী আজ একটা অন্যকারনে এসেছিলাম,,,বাট এসে এইসব শুনতে হবে ভাবিনি,,, (অয়ন)

কি কাজ(শাহীন)

কী কাজ আমি নিজেও জানি না,,,(হ্যাপী)

বলছি হ্যাপী আগে তুমি আম্মুকে নিয়ে আসো এই রুমে,,,

আম্মুকে নিয়ে ভাইয়ার রুমে আসলাম,,,,

এইবার বলেন,,,

ভাইয়া কাল থেকে আপনি আপনার নিজের ব্যাবসা শুরু করবেন,,

সবাই অবাক হয়ে তাকিয়ে আছে,,

এইভাবে দেখার কিছু নাই,,,ভাইয়াকে আমি আগে অনেকবার বলছি আমার থেকে টাকা নিয়ে নিজের ব্যবসা শুরু করতে বাট ভাইয়া রাজি ছিলো,,ছোটবেনের স্বামীর কাছ থেকে টাকা নিতে ভাইয়া রাজি না,,,

তাই আমি ভাইয়ার জন্য একটা ব্যাংক লোনের ব্যবস্থা করেছি,,,

কিন্তু,,, (অয়ন)

আর কোনো কিন্তু না,,,কাল থেকে নিজের ব্যাবসা শুরু করবেন,,,,

হ্যাপীর অয়নের ব্যবহার দেখে আরো বেশি প্রেমে পড়ে যাচ্ছে,,এতোটা ভালো কী করে হতে পারে মানুষ,,,

সবাই অনেকক্ষণ কথা বলে রাতে ডিনার করে বাসাশ চলে আসলাম,,

রাতে,,,

হ্যাপী শুয়ে আছে,,,অয়ন এসে পাশে বসলো,, তাই হ্যাপী ও উঠে বসলো,, 

আপনাকে অনেক ধন্যবাদ,,,আজ আমি অনেক খুশি,,,

আমি জানি তো,,,আমার হ্যাপী আজ অনেক খুশি,,,

খুব শক্ত করে হ্যাপীর কোমর জরিয়ে ধরে ঠোঁটে হাত দিয়ে স্লাইড করছে,,হ্যাপী খুব ভালোবাসি তোমাকে (নেশাভরা চোখে)

আমিও,,,আর কিছু বলতে পারলো না,,,ঠোঁটে ঠোঁট মিলে গেছে,,,ঠোঁট ছেড়ে ঘাড়ে মুখ গুঁজে দিলো,,, তারপর দুজনেই সুখের রাজ্যে,,


সকালে 

দুজনে একসাথে ফ্রেস হয়ে নেয়,,,বিয়ের পর এটাই রুটিন,,,হ্যাপী অয়নকে ছাড়া ফ্রেস হতে পারে না,,,আর যদি ভূল করেও একা ফ্রেস হয় তাহলে,,আবার অয়নের সাথে ফ্রেস হতে হয়,,,তাই এখন একসাথেই ফ্রেস হয়,,,


 নাস্তা করে অয়ন হসপিটালে চলে যায়,,

হ্যাপী রুমে এসে ভাইয়ার কথা গুলো ভাবতে থাকে,,,কলেজ বন্ধ বলে ইমুর সাথে সাথে তিন-চার দিন যাবৎ দেখা হয় না,,কথা ও হলো না বিভিন্ন কাজের জন্য,,তাই ভাবছি ইমুকে কল দেই,,ইমুর কাছেই সব জানতে পারবো,,


তাই ইমুকে কল দিলাম,,,তিনবার রিং হবার পর কলটা রিসিভ করলো,,কিরে কি অবস্থা,,মন খারাপ(কিছু না জানার অভিনয় করে)

কিছু না,,,ভালো আছি

কিছু তো হয়েছে,,আমার একমাএ ভাবির,,(ভাবি ডাকলে ইমু খুব খুশি হয়)

এবার আর কান্না ধরে রাখতে পারলাম না,, আমাকে ভাবি ডাকবি না,,আমি তোর ভাবি না,,তোর ভাইয়ের আর আমাকে ভালো লাগে না,,,(কান্না করতে করতে)

কি হয়েছে বল আমাকে,, আচ্ছা তোর ফ্রেন্ড হিসাবে বল কি হইছে,,,

কাল বাবা শাহীনকে আমাদের বাসায় ডাকলো,,,


চলবে,,,,,