একটি_বাসকাহিনী 🚌💫

লেখিকা: Israt_Jahan_Tithy ✍️🌸
পর্ব-১ 🌟
"জীবনে পাশে একটা স্মার্ট সুন্দর ছেলে বসে না! 😩 ধ্যাত!! হয় বুড়া বেটা 👴 নয় বুড়ি মহিলা 👵 বসবে" বাসের সিটে মিতু একা বসে এটা ভেবে আফসোস করছে 😔 আর গান শুনছে 🎶 "ইসমে তেরা ঘাটা, মেরা কুছ নেহি যাতা" 🎧
হ্যাঁ, এটা শুনে মিতু নিজেকে শান্তনা দিচ্ছে 🤗। কারণ কোনোদিন না একটা হ্যান্ডসাম ছেলে 😎 বাসে পাশের সিটে বসেছে, না এই উনিশ বছরের জীবনে একটা হ্যান্ডসাম ছেলে প্রপোজ করেছে 💌।
মিতু সুন্দরী, ভীষণ সুন্দরী 🌸❤️। কিন্তু অন্যান্য মেয়েদের মত সে খুব একটা আধুনিক না 🙅‍♀️। মিতুর মনে তাই ধারণা, হ্যান্ডসাম কোনো ছেলেই তার পাশে কোনোদিন বসবেনা 😕, কোনোদিন সেরকম কেউ ওকে প্রপোজও করবেনা 💭।
তবে ও যে জীবনে প্রপোজ পায় নি এমন না 😅। মিতুকে প্রপোজ করে এমন ছেলে, যেগুলা ফেইসবুকে মেয়ের আইডি দেখলেই রিকুয়েষ্ট পাঠিয়ে মেসেজ দিয়ে বলে,
"Tomaka kub balo lagasa, Tomaka ame balobase" 😂💌
মিতু এসব মেসেজ প্রথমবার দেখে অনেক সময় নিয়ে এর সঠিক বাংলা বের করেছিলো 😶—"তোমাকে খুব ভালো লেগেছে, তোমাকে আমি ভালোবাসি।"
তার ধারণা, যেই ছেলেগুলো ঠিকভাবে 'ভালো লাগে, ভালোবাসি' বানানই লিখতে পারেনা 🤦‍♀️, সেগুলোর পৃথিবীতে কোনো মেয়ের ভালোবাসা পাবার যোগ্যতা নেই 🚫💔।
বাসে বসে এসব ভাবতে ভাবতেই হঠাৎ মিতু দেখলো 😲, খুব হ্যান্ডসাম একটা ছেলে উঠেছে 😍। মিতুর খুশি দেখে কে!! 🤩 প্রথমেই মিতুর পাশের সিট খালি, তাই তার পাশেই বসার কথা। কিন্তু ছেলেটি বাসের মাঝে এসে দাড়িয়ে আছে 😶, মিতু কিছু বলতেও পারছেনা।
কারণ অন্য মেয়েরা চায়, কোনো ছেলে পাশে না বসুক 🙅‍♀️, আর মিতু চায় কোনো স্মার্ট ভালো ছেলে 😎 তার পাশে অবশ্যই বসুক 💕।
"আমিতো আর সব ছেলের পাশে বসতে চাই না 😏। আমি এবার রিলেশনের ব্যাপারে সিরিয়াস 😌, তাই একটা ভালো ছেলে খুজঁতেছি। কত নাটকে দেখলাম 📺 কি সুন্দর করে ছেলে নায়িকার পাশে বসে বাসে পুরো রাস্তা গল্প করতে করতে একজন আরেকজনকে ভালোবেসে ফেলে 💑।" এসব বলেই মিতু তার এই অবান্তর চাওয়ার পেছনে নানান যুক্তি দাঁড় করাচ্ছে।
কারণ তার ধারণা, বাসে রোমান্টিক নাটকগুলোর মত গল্প করতে করতে যদি সে ভালোবাসার মানুষ পেয়ে যায়! 🌹
বাস ছেড়ে দিলো 🚍💨। ছেলেটা এখনো দাড়িয়ে আছে। বসেনি মিতুর পাশে খালি পেয়েও 😐। মিতু না পারে উঠে গিয়ে ছেলেটাকে ধরে এনে বসায়া দেয় 😬। কিন্তু সে সাহস কি আর আছে তার! 😳
"সিট খালি রাইখ্যা আফনে খাড়াইয়া থাকলে আমি আর যাত্রী উডামু ক্যামনে!" 😠 হঠাৎ এটা বলেই বাসের হেলপার ছেলেটাকে জোর করে মিতুর পাশে বসিয়ে দিলো। মিতু তো ভীষণ খুশি 😍।
ছেলেটা যে খুব ভদ্র সেটা বুঝা যাচ্ছিলো 🙂। নিরাপদ দূরত্ব বজায় রেখে, মাঝে ব্যাগ রেখে 🎒 ছেলেটি বসেছে। মিতু তো মনে মনে এমন ভদ্র একজনকেই খুজঁছিলো 🙈।
এখন গল্প শুরু করতে হবে 😶। কিন্তু কে গল্প শুরু করবে আগে? 🤔 ছেলেটা বসার পর থেকেই মোবাইল নিয়ে ব্যস্ত 📱। আর মিতুই বা কিভাবে শুরু করবে কথা, কিছুতেই বুদ্ধি বের করতে পারছেনা 😕।
হঠাৎ মিতুর ফোনে মেসেজের টুং আওয়াজটা বেজে উঠলো 🔔। কিন্তু সেদিকে মিতুর খেয়াল আছে নাকি! তার সব মনোযোগ এখন ছেলেটার দিকে 👀💘।
কিন্তু ছেলেটা যেভাবে মোবাইলে ব্যস্ত 📲, কে জানে প্রেমিকা টেমিকা আছে কিনা 💭। মাঝে রাখা বড় ব্যাগটার 🎒 কারণে দেখাও যাচ্ছেনা সে কি করছে মোবাইল নিয়ে।
তখন মিতুর ফোনে টিং টিং নোটিফিকেশনের শব্দ 🔔 কয়েক সেকেন্ড পরে পরেই হয়ে যাচ্ছিলো।
এমনিতেই ছেলেটার সাথে কথা বলতে পারছেনা 😫, তার উপর টিং টিং আওয়াজটা মাথা গরম করে দিয়েছে 🔥।
প্রচন্ড রেগে গিয়ে মিতু মোবাইল ধরে 📱😡 দেখে অনেকগুলো লাইকের নোটিফিকেশন 👍। কেউ একজন মিতুর ওয়ালে লেখা সকল পোস্টে লাইক দিয়ে যাচ্ছে একনাগাড়ে।
অন্য সময় হলে মিতু এত গুলো লাইক পেয়ে খুশিতে নাগিন ড্যান্স দিতো 💃😂। কিন্তু এখন পাশের ছেলেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ❤।
ছেলেটাকে পটাতে হবে যেভাবেই হোক 😉। এত ভদ্র ভালো একটা ছেলেকে পটালে মিতুর জীবনেও নাটক সিনেমার মত একটা প্রেম কাহিনী থাকবে 🎬💞, সে তার নাতিপতিদেরকে 👶👵 বলতে পারবে একসময়,
"আমার আর ওর পরিচয় হয়েছিলো বাসে 🚌💖। পাশাপাশি বসেই আমাদের প্রেম হয়ে গিয়েছিলো 💘।"
আহা! কি রোমান্টিক! 🌹 ভাবতেই মিতু লজ্জায় লাল হয়ে গেছে 😊।
ভাবনায় ছেদ ঘটলো আবার নোটিফিকেশনের শব্দে 🔔।
যে আইডি থেকে এতগুলো লাইক এসেছে 👍, সে আইডি থেকেই আবার মেসেজ এসেছে 📩।
কি মেসেজ এসেছে সেটা দেখার সময় নেই মিতুর এখন ⏳। এরকম চ্যালেন্জিং সময়ে নোটিফিকেশনের শব্দে সে ভীষণ রেগে আছে 😤।
রেগে গেলে কাকে কি বলে হুশ থাকেনা তার 🤯। তাই সেই আইডিটার ইনবক্সে গিয়ে মিতু মাথায় যা আসছে লিখে দিয়ে সাথে সাথেই ব্লক করে দিয়েছে 🚫📵।
অতিরিক্ত রেগে গিয়ে মিতু পাশের ছেলেটিকেও ঠাস করে বলে ফেলেছে 😠—
"এই যে বেয়াদব! আধা ঘন্টা যাবৎ চেষ্টা করছি আপনার সাথে কথা বলার। আর আপনি একবার আমার দিকে তাকালেনও না 😤! মোবাইলে কি এতো আপনার? এই বিশাল সাইজের ব্যাগের 🎒 জন্য চেষ্টা করেও দেখতে পারছিলামনা আপনার ফোন। উঠান এখান থেকে ব্যাগ এক্ষুণি!"
মিতুর ধমক খেয়ে ছেলেটা রীতিমত ঘাবড়ে গেছে 😳! ভয়ে নিজের ব্যাগটা কোলে নিয়ে বসে আছে এখন সে 😅।
তখনি মিতুর চোখ পড়লো ছেলের মোবাইলের স্ক্রিনে 📱👀। মিতুর চোখ কপালে উঠে গেছে 😱!!
হায়হায়! 😨 এ দেখি একজনের ইনবক্স খোলা, যেখানে নীল কালি দিয়ে লেখা—
"You can not reply to this conversation" ❌ এবং মিতুর কিছুক্ষণ আগের রেগে গিয়ে পাঠানো সেই মেসেজ—
"ঘরে মা বোন নেই? মেয়েদের আইডি দেখলেই তাদের পোস্টে লাইক দিতে মন চায়, জানোয়ার?" 🐒🔥
পর্ব:-২ …
x
x
x